হাতে শিকল বাঁধা। খোলা চুল। খাটে হেলান দিয়ে বসে আছেন তিনি। চোখ টিভিতে। ঠিক এভাবেই অানুশকা শর্মাকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন? কী হয়েছে নায়িকার?
আসলে সদ্য মুক্তি পেয়েছে 'পরী'র নতুন টিজার। আর সেখানেই এই নতুন অবতারে দেখা গেছে অানুশকাকে। সুপার ন্যাচরাল বিষয় নিয়ে ছবি তার ইঙ্গিতও রয়েছে টিজারে। কারণ হঠাৎ অানুশকার পায়ের নখ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যেতে থাকে!
ক্যারিয়ারের প্রথম থেকেই ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন অানুশকা শর্মা। চরিত্র সিলেকশন তো বটেই। অানুশকার প্রযোজিত ছবি দেখলেই সেই ঝুঁকির আন্দাজ পাবেন দর্শক। অানুশকার এই রিস্ক গেমের নতুন সংযোজন 'পরী'।
'পরী'র নতুন টিজার দেখে বলি মহলের একটা বড় অংশের মত, চলতি বছরের সেরা বাজি হতে চলেছে এই ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতাভরীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক থাকলে 'পরী' মুক্তি পাবে আগামী ২ মার্চ। এখন সে দিকেই তাকিয়ে সিনে মহল।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত