সুইমস্যুটে অমিতাভ-শ্রীদেবী। ক্যাপশনটা পড়া মাত্রই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে ২ লাখ ভিউ হয়েছে ছবিটি। অনেকেই বলবেন, অমিতাভের কি বুড়ো বয়সে ভিমরতী হলো। শ্রীদেবীর সাথে সুইমস্যুটে ছবি তুলছেন। সে নিন্দুকরা যাই বলুন না কেন।
অমিতাভ যে এখনও হটকেক সোশ্যাল মিডিয়া তা আরও একবার প্রমাণ করে দিয়েছে। কয়েকদিন আগেই নাকি শোনা যাচ্ছিল টুইটারে ফলোয়ারের তালিকায় শাহরুখের থেকে পিছিয়ে পড়েছেন বলে বিগ বি নাকি টুইটার ছেড়ে দিচ্ছেন। নিন্দুকদের মুখে কালি দিয়ে একদিনেই প্রমাণ করে দিলেন তিনি এখনও কতটা জনপ্রিয়।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সুইমস্যুটে শ্রীদেবীর সাথে দেখাই বা হোল কোথায় অমিতাভের। তবে কি চুপি চুপি দেখা করছেন তারা। আসলে এই ছবি যৌবনের বয়সের। ইনকিলাব ফিল্মের সেটে ছবিটি তুলেছিলেন তারা। সেখানে দুই তারকাকেই বেশ খোলামেলা পোশাকে দেখা গিয়েছিল তাদের। সেই পুরনো সাদাকালো ছবিই টুইটারে পোস্ট করেছিলেন বলিউড শাহেনশা। ব্যাস আর যায় কোথায়। সাথে সাথে ভাইরাল সেটি।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত