সুনীল গ্রোভার ও কমেডিয়ান অভিনেতা কপিল শর্মার মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে যায় ‘দ্য কপিল শর্মা শো’। তবে এবার নতুন শো নিয়ে হাজির হচ্ছেন ফিরাঙ্গি অভিনেতা খ্যাত কপিল।
জানা গেছে, ‘সনি টিভি কর্তৃপক্ষ নতুন শোয়ের ব্যাপারে সম্প্রতি কপিলের সঙ্গে আলোচনা করেছেন। কপিল এখন সম্পূর্ণ সুস্থ এবং তার নিজস্ব ভঙ্গিতে আবারো দর্শকের মন জয় করার জন্য তৈরি। অনুষ্ঠান ঘোষণার জন্য আজ সোমবার একটি প্রোমো তৈরি হবে। এরপর ক্রিয়েটিভ টিম চূড়ান্ত করলে পুরো অনুষ্ঠানের শুটিং শুরুর কথা রয়েছে। মার্চের শেষে এর সম্প্রচার শুরু হবে বলে আশা করা হচ্ছে।’
এদিকে ‘দ্য কপিল শর্মা শো’র অন্যতম জনপ্রিয় মুখ সুনীল গ্রোভার, যিনি ডক্টর মাশহুর গুলাটি ও রিঙ্কু দেবী চরিত্রে অভিনয় করতেন। গত বছর মার্চে সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান কপিল। অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তী সময়ে শো ছেড়ে দেন সুনীল।
শোনা যাচ্ছিল, দ্বন্দ্ব ভুলে আবারো একসঙ্গে ফিরবেন তারা। তবে সেটি হচ্ছে না জানিয়ে সূত্রটি বলেন, ‘না, সুনীল ফিরছেন না। দ্য কপিল শর্মা শোয়ের অন্যান্য কুশলীরা নতুন শোয়ে থাকছেন। নতুন শোয়ের নাম কী হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু কপিল ও নির্মাতারা আরো বড় এবং ভালো কিছু নিয়ে হাজিরের চেষ্টা করছেন।’
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান