বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। ভিন্ন ধারার অভিনয় দিয়ে ইতোমধ্যে অসংখ্য মানুষের মন জয় করেছেন। এর জ্বলজ্যান্ত দৃষ্টান্ত ফ্যাশন, গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, কুইন, তনু ওয়েডস মনু'র মতো সুপারডুপার হিট ছবিগুলো।
বলিউড সেনসেশন কঙ্গনা রনৌত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজের বিয়ের ডেডলাইন জানিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে কঙ্গনা তার বিয়ের পরিকল্পনার কথা জানান।
বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, 'এখন কী মাস চলছে? ফেব্রুয়ারি। পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমার ডেডলাইন।'
তবে কাকে তিনি বিয়ে করছেন সেই সম্পর্কে কিছুই বলেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিয়ের সিদ্ধান্ত নিলেও কঙ্গনা তার ক্যারিয়ারের ব্যাপারে খুবই মনোযোগী। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ' ক্যারিয়ার আমার কাছে অনেক কিছু। বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বলেই আমি আমার সুযোগগুলো হাতছাড়া করতে চাই না। আমি যেটা করতে উদ্যোগ নিই সেটাই করি। সেটা কারও পছন্দ হোক বা না হোক।'
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম