সাইফ আলি খান ও করিনা কাপুর তাদের প্রথম সন্তানের নাম রাখে তৈমুর৷ সাইফ আলি খান নামটি পছন্দ করে রেখেছিলেন৷ কিন্তু নামটি রাখার পরই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছিলেন। এই নিয়ে কম সমালোচনা সহ্য করতে হয়নি তাদের৷ একটা সময় তৈমুরের নাম পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাইফ৷
শনিবার এমনই চাঞ্চল্য স্বীকারোক্তি কারিনা কাপুরের৷ তিনি জানিয়েছেন, তৈমুরের নাম পাল্টে ফৈজ রাখার কথা ভাবা হয়েছিল৷ নেটিজেনদের চাপে পড়ে এই সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছিলেন সাইফ৷ কিন্তু কারিনা তাতে বাধা দেন৷ কারণ কারিনা চেয়েছিলেন তার ছেলে তার নামের মতোই লৌহ মানব হয়ে উঠুক৷ প্রসঙ্গত তৈমুর নামের অর্থ লৌহ মানব৷
জন্মের পর পাপারাৎজীদের দৌলতে সোশ্যাল মিডিয়ায় নতুন তারকা এখন তৈমুর৷ ১৪ মাস বয়সী খুদের ছবি বের হলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ এই নিয়ে চিন্তায় কারিনা৷ কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন, তৈমুরের প্রতিটি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় বাবা মা হিসাবে তারা খুবই চিন্তায় আছেন৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর