'মেন্টাল হ্যায় কেয়া' (পাগল নাকি) শিরোনামে একটি ছবিতে অভিনয় করছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রনৌত। অভিনয় দক্ষতার জন্য অনেক আগে থেকেই প্রশংসিত এ অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আরও বেশি চর্চিত হয়েছেন তিনি। হৃত্বিক রোশন, আদিত্য পাঞ্চোলির সঙ্গে নিজের সম্পর্কের কথা জনসমক্ষে ফাঁস করে সবার চক্ষুশূল হয়েছেন। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য 'পাগল' খেতাবও পেতে হয়েছে।
সম্প্রতি মিড ডে কে দেয়া এক সাক্ষাৎকার কঙ্গনা জানান, এই জন্যই 'মেন্টাল হ্যায় কেয়া' ছবিটি করার সিদ্ধান্ত নেন। কুইন খ্যাত এ তারকা বলেন, গত কয়েক বছর ধরে আমার জীবনের ঘটনাগুলো জনসমক্ষে এসেছে। আমাকে লজ্জা দেয়ার জন্য 'মেন্টাল', 'সাইকো'র মতো শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এ শব্দগুলোকে শুধু তিক্ত শব্দ হিসেবেই ব্যবহার করতে হবে তা নয়। যখন ছবির চিত্রনাট্য পেলাম তখন আমি জানতাম এই শব্দগুলোর অর্থ পরিবর্তন করে দিতে হবে।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ফারজানা