চুপি চুপি প্রেম করেন অনেক নায়ক-নায়িকা৷ কিন্তু তাদের সেই প্রেমকাহিনী সামনে চলেই আসে৷ কখনও সি-বিচে, কখনও এয়ারপোর্টে বা কখনও রেস্টুরেন্টে৷ বলিউড জুটি টাইগার-দিশাও ধরা পড়লেন এবার৷ আর তাদের ধরলেন পরিচালক আহমেদ খান৷
আর জটিলতা বাড়িয়ে লাভ নেই৷ এবার খোলাসা করেই বলা যাক, ‘বাঘি টু’ এর আরেকটি রোমান্টিক ট্র্যাক ‘ও সাথি’ মুক্তি পেয়েছে৷ গানটি দেয়েছেন অর্ক৷ ‘বাঘি টু’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ মার্চ৷
রিল লাইফ কাপেল থেকে রিয়েল লাইফ কাপেল হয়ে উঠেছেন টাইগার-দিশা৷ এই কারণে তাদের কেমিস্ট্রি যেন আরও বেশি ম্যাজিকাল৷ গানে দেখা যাচ্ছে অকওয়ার্ড মিটিং, খুনসুটি, মিষ্টি ঝগড়া আরও কত কী। টাইগার শ্রফ দিশা পাটানি তাদের ম্যাজিকাল জার্নি পোট্রে করেছেন এই গানে৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর