জোরে গাড়ি চালানো ও অটোতে ধাক্কা মারার অভিযোগে সঙ্গীতশিল্পী উদিত নায়ায়ণের ছেলে আদিত্য নারায়ণকে আটক করেছে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ। এসব অভিযোগ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ৩৩৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অকারণে জোরে গাড়ি চালিয়ে একটি অটো রিক্সাকে ধাক্কা মারেন আদিত্য নারায়ণ। এতে আহত হয় অটোচালক। তবে এই প্রথম নয়, কিছুদিন আগেও বিমানবন্দরের এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে বিতর্কে জড়ান উদিত নারায়ণ পুত্র আদিত্য। বিমানবন্দরে অনুমতি ছাড়া তিনি কোন একটি ভিডিও তুলছিলেন (বিমানবন্দরে ছবি তোলা আইনত অপরাধ)।
আর এই ঘটনায় বাধা দেন এক বিমান কর্মী। আর তাতেই বেজায় চটে যান আদিত্য। প্রকাশ্যে তিনি ওই বিমান কর্মীকে যা খুশি তাই বলেন, এমনকি ধাক্কা-ধাক্কিও হয় তাদের মধ্যে। শুধু তাই নয় মুম্বাই বিমানবন্দরে নেমে ওই কর্মীকে দেখে নেবেন বলেও হুমকি দেন তিনি। আর এ ঘটনা একটা ভিডিও ভাইরাল হয়। এতে সামলোচনার ঝড় ওঠে। যদিও এরপরেও ছেলে আদিত্যর পক্ষেই কথা বলেন উদিত নারায়ণ।
উল্লেখ্য, আদিত্য নারায়ণ নিজেও একজন সঙ্গীতশিল্পী এবং বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করতেও দেখা গেছে তাকে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/হিমেল