অবশেষে নিরবতা ভাঙলেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। এবার ট্যুইটারের মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দিলেন।
কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে তিনি এদিন কিছু না বললেও তিনি তার আপকামিং ছবি 'সুপার ৩০' নিয়ে এবার মুখ খুললেন। প্রসঙ্গত, ছবিটির নায়িকা নির্বাচন নিয়ে বেশ কয়েকমাস ধরেই গুজব ছড়াচ্ছিল যে, সিনেমাতে ক্যাটরিনা কাইফকে বা সারা আলি খানকে নেওয়া হচ্ছে। যদিও ছবির নায়িকা মুর্নাল ঠাকুরের সঙ্গে ছবি ট্যুইটারে শেয়ার হলেও গুজব কিন্তু থামেনি।
অবশেষে বিষয়টি নিয়ে এবার সরব হলেন খোদ হৃত্বিকই। ট্যুইটারে তিনি জানান, “আমার নাম দিয়ে উটকো কয়েকটি পিআর কোম্পানি নিজেদের বেশ প্রোমোট করছে, যদিও এতে আমার বিশেষ কিছু এসে যায় না। কিন্তু আমি চাই এসব কাজ বন্ধ হোক। আমি আজ চুরান্ত ভাবে জানিয়ে দিলাম আমার ছবি 'সুপার ৩০'র মুল নায়িকা ৮ মাস আগে চুড়ান্ত হয়ে গেছে৷ সে ছাড়া আর কোন অভিনেত্রীকে নেওয়া হচ্ছে না এই ছবিতে৷”
এবার নিশ্চই বুঝতে পারছেন হৃত্বিকের মতো ঠান্ডা মেজাজের মানুষ হঠাৎ চোটে যাওয়ার কারণ। আসলে এগুলো যে তার নিন্দুকদের কাজ তা তিনি বেশ ভালোভাবেই অনুমান করতে পেরেছেন তাই সরাসরি কাউকে আক্রমন না করে ঘুরিয়ে মোক্ষম জবাব দিলেন তিনি।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর