'বাহুবালী' প্রভাসের বিপরীতে এবার দেখা যাবে পূজা হেগড়েকে। চলতি বছরের জুন-জুলাইতে এই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
নির্মাতাদের দাবি, ২০১৯ সালের অন্যতম চর্চিত বাইলিঙ্গুয়াল প্রজেক্ট হতে চলেছে এই ছবি। হিন্দি এবং তেলুগুতে ছবিটি তৈরি হবে।
আশুতোষ গোয়ারিকরের ছবি ‘মহেঞ্জো দরো’-তে হৃত্বিক রোশনের বিপরীতে ডেবিউ করেছিলেন পূজা। তারপর তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের সঙ্গে ‘ডিজে’ করেন তিনি।
প্রভাসের সঙ্গে ছাড়াও মহেশ বাবু পরিচালিত ‘ভামসি পিড়াপল্লি’ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘ত্রিবিক্রম’এ অভিনয় করছেন নায়িকা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর