কারিনার তুলনায় তার সঙ্গে সালমানের সম্পর্ক ভালো। কারিনা অনেক ছোট। তাই, কারিনাকে সব সময় ছোট বোনের মত করেই দেখেন সালমান। একটি টেলিভিশন শো-এ হাজির হয়ে এমনই দাবি করেন কারিশমা কাপুর।
তিনি বলেন, ৯-এর দশকে যখন অভিনয় শুরু করেন, তখন থেকেই সালমানের সঙ্গে তার ভালো সম্পর্ক। আর সেই কারণেই 'জুড়ুয়া', 'বিবি নম্বর ওয়ান', 'আন্দাজ আপনা আপনা'-র মত ব্লকবাস্টার সিনেমা তারা দর্শকদের উপহার দিতে পেরেছেন। কিন্তু, কারিনাকে সব সময়ই সালমান নিজের বোনের মত করে দেখেন। শুধু তাই নয়, বোনের মত করেই সালমান সব সময় করিনাকে আগলে রাখেন। 'বডিগার্ড', 'বজরঙ্গী ভাইজান'-এর মত সিনেমায় কারিনা এবং সালমান একসঙ্গে অভিনয় করেছেন বটে কিন্তু, সালমান সব সময় কারিনাকে বোনের মত করেই দেখেন বলেও মন্তব্য করেন কারিশমা কাপুর।
তিনি আরও বলেন, 'বিবি নম্বর ওয়ান'-এর মত সিনেমায় সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এবার 'মামি নম্বর ওয়ান' কেউ তৈরি করতে চাইলে, সেখানে অভিনয় করবেন। সন্তানদের সঙ্গে তার যে সম্পর্ক, তার কথাই তিনি ওই সিনেমার মধ্যে দিয়ে সবাইকে বলতে চান। পাশাপাশি মেয়ে সামাইরা এবং তিনি এখন প্রায়শই একই পোশাক পরেন বলেও মন্তব্য করেন কারিশমা কাপুর।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/আরাফাত