জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষণমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার যে অঙ্গীকারের কথা সংবিধানে বলা আছে সেই প্রত্যয়ে নাট্যকর্মীদের ভূমিকা রাখতে হবে। কেননা আগামী দিনে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রয়োবিংশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
‘নাটক আমার শিল্প সংগ্রাম, মানব মুক্তির হিরন্ময় হাতিয়ার’- স্লোগানকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্পিকার বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন নাট্য চর্চাকে সমৃদ্ধ করেছে। বিশ্বের যে অস্থিরতা বিভিন্ন সময় আমাদের বিচলিত করে সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা সেটা কাটিয়ে উঠতে পারি। নাটক প্রতিবাদ ও পরিবর্তনের ভাষা। মানুষের কাছে যে কোনো বার্তা পৌঁছে দিতে মঞ্চ নাটকের কোনো বিকল্প নেই।
গ্রুফ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিকাকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন মামুনুর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, আকতারুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৮/এনায়েত করিম