আজকাল আমরা বড়ই আধুনিক হয়ে উঠেছি। এই আধুনিকতার অপব্যবহার ও অপপ্রয়োগ যার যার সুবিধামত পরিলক্ষিত হচ্ছে যত্রতত্র। যার পরিপ্রেক্ষিতে একটা ভয়াবহ গোলমেলে অবস্থা বিরাজ করছে আমাদের সমাজ ব্যবস্থায়। এরই পরিপ্রেক্ষিতে নির্মিত হয়েছে বিশেষ নাটক 'একে গুনগুন দুয়ে পাঠ'।
ফেরদৌস হাসানের রচনায় এবং মনন আসাদের পরিচালনায় ঈদের এ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, লুৎফর রহমান জর্জ, ওয়ালিউল হক রুমি, সাইকা আহমেদ, স্নিগ্ধা শ্রাবণ, অপু আহমেদ, সুমন আচার্য্য, রিফাত সৌরভ ও অন্যান্য।
'একে গুনগুন দুয়ে পাঠ' নাটকটি ঈদে স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৮/ফারজানা