শুরু হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮’। ১ রমজান থেকে বিকেল সাড়ে ৫টায় এনটিভিতে প্রচারিত হবে। ২৭ রমজানে অনুষ্ঠানটির গ্রান্ড ফিনালে।
প্রধান বিচারক হিসেবে থাকবেন শাইক আবদুল হক। এ ছাড়াও আছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ, কারি জহিরুল ইসলাম ও মুফতি মিজানুর রহমান।
প্রতিযোগিতায় এবার দেশের বিভিন্ন জায়গা থেকে হাফেজরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের প্রযোজক সাইফুল্লাহ সাইফ বলেন, অডিশনের মাধ্যমে নির্বাচিত ৩৬ জন প্রতিযোগিকে নিয়ে আমরা এবার মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এর মধ্যে একজন অন্ধ প্রতিযোগিও আছেন। তারা সবাই কুরআনে হাফেজ। সবার মধ্য থেকে আমরা একজন চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত করব।
কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছরে ‘কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ অনুষ্ঠানটির ১০ বছর পূর্তি হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ বলেন, আমি চাই বাংলাদেশের প্রতিটি ঘরে একজন হাফেজ থাকবেন। অনুষ্ঠানটি দেখে অনেকে কুরআনে হাফেজ হওয়ার জন্য উৎসাহী হচ্ছেন।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৮/ফারজানা