বলিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী শ্রদ্ধা কাপুর ও সুশান্ত সিং রাজপুত। নিতেশ তিওয়ারি পরিচালিত পরবর্তী সিনেমাতে একসঙ্গে জুটিবদ্ধ হতে যাচ্ছেন তারা।সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
জানা গেছে, সঞ্জয় পুরান সিং চৌহানের 'চান্দা মামা ডোর কে' সিনেমায় দেখা যাবে সুশান্ত-শ্রদ্ধাকে। সিনেমাটিতে একজন নভোচারীর চরিত্রে সুশান্ত অভিনয় করবেন।
এদিকে সুশান্ত সিং রাজপুত অভিনীত পরবর্তী সিনেমা 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস'। ২০১৪ সালে একই নামে মুক্তিপ্রাপ্ত আমেরিকান রোমান্টিক-ট্র্যাজেডি সিনেমার রিমেক এটি। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন সানজানা সাংহাই। এটি পরিচালনা করছেন মুকেশ ছাবরা।
অন্যদিকে সাহো সিনেমার শুটিং করছেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রভাস। বর্তমানে আরব আমিরাতে সিনেমাটির শুটিং চলছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান