ডিজাইনার অনুরাধা বাকিলের লাল লেহেঙ্গায় পাঞ্জাবি বউ সেজে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বর দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় সোনমের খালার বাংলোতে শিখ রীতিতে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন সোনমের বোন রিহা কাপুর।
বিয়েতে লাল লেহেঙ্গার সঙ্গে ভারি হার, সিঁথিপাটি ও ঝুমকা পরেন সোনম। সঙ্গে হাত ভর্তি লাল রঙের চুড়ি। বর আনন্দ আহুজা পরেছিলেন সোনালি রঙের শেরোয়ানি ও রুবির লাল রঙের মালা।
বিয়েতে অতিথি হয়ে আসেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, রাণী মুখার্জী, স্বরা ভাস্কর, করণ জোহর, কারিনা কাপুর, সাইফ আলী খান, কারিশমা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, বনি কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, স্বেতা বচ্চন, অর্জুন কাপুর, রনবীর সিং, কিরন রাওসহ অনেকে।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা