মুকেশ আম্বানি। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ভারতের শীর্ষ ধনী। একই সঙ্গে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ীও। তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না। বিভিন্ন কারণে তিনিও খবরের শিরোনাম হন। এর মধ্যে চলতি বছরের শুরুর দিকে তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়। এবার স্বয়ং মেয়ে ঈশা আম্বানির এনগেজমেন্ট অনুষ্ঠানে নেচে আলোচনায় উঠে এলেন নীতা।
ভারতীয় গণমাধ্যমে খবর, গত সপ্তাহের শেষে দীর্ঘদিনের পারিবারিক বন্ধুর ছেলে আনন্দ পিরামলের সঙ্গে এনগেজমেন্ট হয় ঈশার। এই উপলক্ষে গতকাল সোমবার রাতে মুম্বাইয় মুকেশ আম্বানির বিলাসবহুল অ্যান্টিলিয়ায় এক রাজকীয় পার্টির আয়োজন করে আম্বানি দম্পতি।
সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রণবীর কাপুর ও করণ জোহরের মতো একাধিক বলিউড ব্যক্তিত্ব। সেখানেই নাচ পরিবেশন করেন নীতা অাম্বানি। আরেকটি ভিডিওতে মায়ের সঙ্গে ঈশাওকে নাচতে দেখা গেছে।
নাচের ভিডিও দেখতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব