পরীমণি অভিনীত ছবি 'আমার প্রেম আমার প্রিয়া' আনকাট ছাড়পত্র পেয়েছে। গতকাল মঙ্গলবার সেন্সরবোর্ড পাড়ি দেয় এই ছবিটি। বাংলাদেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। সেই লক্ষে কাজ করছি।
ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজুকে। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও সীমান্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব