‘লোভ’ নামের একটি টেলিছবিতে এই প্রথমবার জুটি বেঁধে একটি অভিনয় করেছেন অভিনেতা এফএস নাঈম ও মডেল অভিনেত্রী সাবিনা রিমা। টেলিছবিটির গল্প ও পরিচালনায় ছিলেন সহিদ উন নবী।
গত ৬ থেকে ৮ মে পর্যন্ত ঢাকার কাছেই মেঘবাড়ি রিসোর্টে ‘লোভ’ টেলিছবির শুটিং সম্পন্ন হয়েছে। এফএস নাঈম ও সাবিনা রিমা ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, শিল্পী সরকার অপু, সান্ত্বনা, পনির প্রমুখ।
টেলিছবিটি নিয়ে নির্মাতা নবী বলেন, দুই ভাই ও তার বউয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লোভ’। আমি যত্ন নিয়ে বানিয়েছি। ঈদের আগেই এটি চ্যানেল আইতে প্রচার হবে জানান নির্মাতা নবী।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর