অনেকটা গোপনে বিয়ে সেরেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া। বর তার দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর শেয়ার করেন নেহা। বিয়ের ছবি দিয়ে নেহা লিখেছেন, জীবনের সেরা সিদ্ধান্ত। আজ বিয়ে করেছি। এই যে আমার স্বামী অঙ্গদ বেদি।
গত কয়েক মাস ধরেই নেহা-অঙ্গদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তারা কেউই বিষয়টি তখন স্বীকার করেননি। বুধবার সকালে কাছের কয়েকজন বন্ধুকে বিয়ের ধাওয়াত দিয়ে চমকে দেন তারা। ওই দিন সন্ধ্যায় আয়োজন করা হয় মেহেদি অনুষ্ঠানের। বৃহস্পতিবার দক্ষিণ দিল্লিতে বিয়ের আয়োজন করা হয়।
বিয়ের রাতেই হানিমুনের জন্য আমেরিকায় চলে গেছেন নেহা। আগামী সপ্তাহে ভারত ফেরার কথা রয়েছে তার। নেহার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ফেরার পর মুম্বাইয়ে পার্টি দেবেন নবদম্পতি।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা