মোস্তাফিজুর রহমান মানিকের 'জান্নাত' ছবির টিজার শুক্রবার বিকেলে প্রকাশ করা হয়েছে। এতে জঙ্গি চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিককে আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। সমসাময়িক প্রসঙ্গ উঠে আসায় অধিকাংশ চলচ্চিত্রপ্রেমী টিজারের প্রশংসা করেছেন। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুলাই।
গত ২৩ মার্চ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় 'জান্নাত' ছবিটি। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর প্রমুখ। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত 'জান্নাত'র কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা