শাকিব খান-শুভশ্রী অভিনীত 'চালবাজ' ছবিটি তৃতীয় সপ্তাহেও ৮০টিরও বেশি সিনেমা হলে চলছে। আমদানি-রফতানি নীতির আওতায় ২৭ এপ্রিল বাংলাদেশের ১০৫টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহে যা বেড়ে দাঁড়ায় ১১৬টিতে।
ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু গণমাধ্যমকে জানান, নতুন কোনো ছবি আজ মুক্তি পায়নি। সেজন্য 'চালবাজ' দিয়েই হল চালাতে হচ্ছে।
'চালবাজ' ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, জয়দীপ, পাপিয়া, শিবা শানু, বদ্দা মিঠু প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা