স্বাধীন ফুয়াদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হল দুইটি বিশেষ নাটক 'রাত পাখির ডাক' এবং 'প্র্যাকটিক্যাল জোকস্'। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির ও এসএন জনি। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। প্রযোজনায় আরএস প্রোডাকশন। আসছে ঈদে নাটক দু’টি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।
'রাত পাখির ডাক' নাটকটি নির্মাণ হয়েছে একটি পরিবারের মায়া এবং ভালবাসার গল্প নিয়ে। হঠাৎ কেউ একজন পরিবারের মধ্যে প্রবেশ করলে কেউ কেউ তাকে মেনে নিতে পারে না আবার কেউ কেউ ভালবাসে। কোন একটা সময়ে ভালবাসাগুলো মায়া হয়ে আবেগী হয়ে ওঠে। সুখ-দুঃখগুলো যেন ভাগাভাগি হয়ে যায়।
'প্র্যাকটিক্যাল জোকস্' নাটকটি নিজের অহমিকা মুছে ভালবাসা সৃষ্টির একটি গল্প। অহমিকা যখন পেয়ে বসে তখন কাছের মানুষের কষ্ট-ভালোলাগাগুলো গৌণ হয়ে পড়ে। ভুল এবং ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে নিজের মানুষকেই কষ্ট দিই আমরা অনেকেই। এটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকে।
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৮/ফারজানা