পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসেছিল টলিউডের আলোচিত জুটি রাজ-শুভশ্রীর বিয়ের আসর। মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে- সমস্ত অনুষ্ঠানই হয়েছে এই রাজবাড়িতে। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে ১১ মে সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। আগামী ১৩ মে রাজ-শুভশ্রীর রিসেপশন। রাজ-শুভশ্রীর বিয়ের কিছু মুহূর্ত:
বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরেছিলেন শুভশ্রী, সঙ্গে সোনার ভারি গহনা
বাওয়ালি রাজবাড়ি
আইবুড়ো ভাত খাওয়ার রীতি পালনের দিন
বিয়ের পরদিন সকালে শুভশ্রীর এই ছবিটি তুলেছেন রাজ
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৮/ফারজানা