‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ এর পর 'চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া' দিয়ে বড় পর্দায় ফিরছে শাকিব খান-বুবলী জুটি। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। রোমান্টিক ও কমেডি ধাঁচের ছবি 'চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া' চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। গত বৃহস্পতিবার দুপুরে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া' প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বদ্দা মিঠু প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৮/ফারজানা