ভারতীয় বাংলা ছবির চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলীর পরনে ঘরোয়া সাজ। কপালে লেপ্টে আছে সিঁথির সিঁদুর, হাতে লাল শাঁখা, চুরি। গলায় সোনার হার। সাদা-লাল শাড়ি, কপালে লাল টিপ। সঙ্গে রয়েছে প্রিয় পোষ্য। কোনো মেকআপও নেই। শনিবার (বিয়ের রাতের পরের দিন) সকালে এভাবেই স্বামী রাজ চক্রবর্তীর ক্যামেরাবন্দি হলেন টালিউড সুপারস্টার শুভশ্রী।
এর আগে, শুক্রবার বিয়ের পর প্রায় সারা রাত জাগতে হয়েছে বর রাজ চক্রবর্তী ও কনে শুভশ্রীকে। ফলে শনিবার বেশ দেরি করে ঘুম ভেঙেছে তাদের।
ঘুম থেকে উঠেই স্বামীর ক্যামেরাবন্দি হন তিনি। ছবি ভক্তদের সঙ্গে বউয়ের সেই ছবি শেয়ার করলেন রাজ। সোশ্যাল মিডিয়া টুইটারে ছবিটি শেয়ার করে পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, 'গুড মর্নিং লাইফ…।'
এই স্ট্যাটাসের মাধ্যমে বুঝাই যাচ্ছে যে, শুভশ্রীই এখন রাজের কাছে জীবনের আসল অর্থ।
শুক্রবার বিয়ের হলেও রবিবার রাজ-শুভশ্রীর রিসিপশন। তার আগে শুভশ্রীর এই ছবিটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম