'সুখ-পিয়াস' শিরোনামে 'অরগ্যানিক ড্যান্স সং'-এ কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী বিহঙ্গ চৌধুরী। গানটির কথা, সুর, সংগীত রচনা ও মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন আফতাব রাগিব। সংগীত আয়োজনে ছিলেন মার্সেল ও নাহিয়ান।
শনিবার সন্ধ্যায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি'র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানটিতে শরীরের ১১টি অঙ্গ-প্রত্যঙ্গের (মাথা, চোখ, চোখের ভ্রূ, মুখ, গলা, ঘাড়, হাত, কবজি, কোমর, হাঁটু ও পায়ের পাতা) পৃথক পৃথক নাচ সংযোজিত হয়। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শিল্পী নিজেই গানটির নাচে অংশ নিয়েছেন। সাথে ছিলেন নৃত্যশিল্পী নিশু ও মুজাহিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার