আজ বিশ্ব মা দিবস। মাকে সম্মান জানানোর দিন। মানব ইতিহাসের শুরু থেকেই ’মা’ একটি গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে বিবেচিত।
মা, আম্মা, মাদার, মম, মাম- যাই বলি না কেন, একজন সন্তানের কাছে তার মায়ের চেয়ে অধিক প্রিয় কোনো কিছুই এই পৃথিবীতে নেই। তাই যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশে মাকে নিয়ে কবিতা-গান রচনা আজও অব্যাহত রয়েছে।
মাকে নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ লিখেছেন চারটি গান। গানগুলো তার নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে। গানগুলোতে সুর করেছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আতিকুর রহমান রোমান। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি, সংগীতা, প্রিয়াংকা বিশ্বাস ও নন্দিতা।
মাকে নিয়ে লেখা এই গানগুলোর শিরোনাম হ্যাপি মাদারস ডে, মা তুমি লক্ষ তারার সেরা, মা তোমায় মা মা বলে এবং মাকে তোরা গেলি ফেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন