লালগালিচায় ময়ূরের নকশা বেগুনি রঙের ঝলমলে গাউনে শনিবার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কান চলচ্চিত্র উৎসবে নিজের দ্বিতীয় দিন সাদা রঙের গাউনে রাজকুমারীর বেশে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রাই। যদিও প্রথম দিনের মতো সাজে সেরকম আধিক্য ছিল না।
২০ হাজার পাথর বসানো ওই পোশাকটি রামি কাদির ডিজাইন করা। এদিন তার মেয়ে আরাধ্যাও একই রঙের পোশাক পরেছিল। এদিন মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ঐশ্বরিয়া লিখেছেন, শর্তহীনভাবে ভালোবাসি।
একটি আন্তর্জাতিক প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে ১৫ বছর ধরে কানের লালগালিচায় হাঁটছেন ঐশ্বরিয়া রাই।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৮/ফারজানা