ঈদকে ঘিরে ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়ার ধুম পরে যায়। যার বেশিরভাগেরই নির্মাতা তরুণরা। তেমনই তরুণ পরিচালক বাপ্পি খান ঈদের পরপরই টিএস নূর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি দেবে স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র ‘গিফ এন্ড টেক’।
গল্পটি পরিচালকের নিজের, স্ক্রিপ্ট ও সংলাপ লিখেছেন খ্যতিমান স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু। অভিনয় করেছেন মারজুক রাসেল, আলিনূর জয় ও অলিভিয়া বাবু। ১৭ মিনিটের স্বল্পদৈর্ঘের চলচ্চিত্রটিতে একটি গানও রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসান মাহাদি।
গল্প সর্ম্পকে জানতে চাইলে বাপ্পি খান জানান, ‘ সহজ সরল দুটি ছেলে মেয়ের প্রেম কাহিনী নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্রটি। হঠাৎ তাদের জীবনে অনাকাঙ্খিত ঝড় আসবে। তাঁরা সেই ঝড় উতড়ে যেতে পারবে কি না, সেটাই গল্পের সাসপেন্স।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান