সাম্প্রতিক সময়ের আলোচিত কণ্ঠশিল্পী টুম্পা খান। আরমান আলিফের 'অপরাধী' গানটি কভার করে রাতারাতি তারকা বনে গিয়েছেন এ শিল্পী। এবার নিজের প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হলেন টুম্পা খান।
টুম্পা তার প্রথম মৌলিক গান সম্পর্কে বলেন, অনেক দিনের স্বপ্ন ছিলো আমার নিজের গান হবে। সে স্বপ্ন পূরণ হলো। আমি চাই আমার নিজের গান দিয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে।
গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। কথা লিখেছেন সারাজাত সৌম, সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ। গানটির অফিসিয়াল ভিডিও দেখতে পারবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান