ক্যাপিটাল এফএম ৯৪.৮ এই ঈদে চলছে নানা রকম আনন্দ আয়োজন। তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে গান-আড্ডার মাধ্যমে এবার শ্রোতাদের মাতাচ্ছে জনপ্রিয় এই রেডিও স্টেশনটি।
আজ ঈদের ৩য় দিনে বেলা ১২ টায় রয়েছে ক্যাপিটাল ফ্যামিলি আড্ডা। এছাড়া 'ঈদ স্পেশাল জেলাস'-এ সিলেট-নোয়াখালী-বরিশালের আঞ্চলিক ভাষার আয়োজন শুরু হবে বেলা ৩ টায়।
অরনীর সাথে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে রিকোয়েস্টের গানের আয়োজন। ঈদ স্পেশাল নাট-বল্টু চলবে ৭টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত। রাত ৯ টায় শাওন গানওয়ালা, সম্রাট ও এমিলের সঞ্চালনায় "আনপ্লাগড ৯৪.৮" এ থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর এবং আগুন।
অনুষ্ঠান গুলোতে শ্রোতারা এসএমএস ও লাইভ ফোন কলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারবেন।
SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME লিখে পাঠাতে হবে 6969 নাম্বারে।
আর লাইভ ফোন কলের নাম্বার– ০২৫৫০৩৬৬৫৯।
ফেসবুক লাইভ দেখতে চোখ রাখতে হবে:- www.facebook.com/capitalfm948।
বিডি প্রতিদিন/এ মজুমদার