অরুণ চৌধুরীর নির্মাণে প্রথম চলচ্চিত্র 'আলতা বানু' এখন থেকে ইউটিউবেই দেখা যাবে। গত ২০ এপ্রিল দেশজুড়ে মুক্তি পায় ছবিটি। ঈদের তৃতীয় দিন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও অবমুক্ত করা হয়েছে।
দুই বোনের বন্ধন এবং কষ্টের উপাখ্যান ‘আলতাবানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস।
‘আলতা বানু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।
সম্প্রতি কানাডার টরেন্টোতে দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত চলচ্চিত্র হিসেবে অংশগ্রহণ করে ‘আলতা বানু’।
বিডি প্রতিদিন/ফারজানা