আন্না পুনমের 'ভেনাসের ঝলসানো কিশোর ডানা' ছোট গল্প অবলম্বনে তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টিয়ার জবানবন্দি'। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ সম্পন্ন হয়েছে। ধর্ষণ এবং যৌন হয়রানির মনস্ত্বাত্তিক বিষয়বস্তুকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে মানুষিক জড়িত। যখন দেখি ছোট শিশু যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না তখন নিজেকে অপরাধী মনে হয়। অথচ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা পারে এই ব্যাধি দূর করতে। টিয়ার জবানবন্দিতে ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ খন্দকার, ইকবাল বাবু, জয়িতা মহলানবীশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি। আহমেদ জিহাদের চিত্রনাট্যে এবং চিত্রধারণ করেছেন কমল চন্দ্র দাস।
আশিষ খন্দকার বলেন, কাজটি করা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। মনস্ত্বাত্তিকভাবে আলোড়িত করার মতো একটি কাজ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে আমি খুবই আশাবাদী।
বিভিন্ন উৎসব ঘুরে চলচ্চিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানান নির্মাতা।
বিডি প্রতিদিন/ফারজানা