খুব শীঘ্রই ভারতীয় টেলিভিশনের প্রাইম টাইমে আসতে চলেছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সিজন ১০৷ কুইজমাস্টারের চেয়ারে ফের বসতে চলেছেন অমিতাভ বচ্চন৷ বহু রিয়্যালিটি শো আসে আর যায়, কিন্তু ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর জায়গা নেওয়া অসম্ভব৷ বিগ বির সঞ্চালনা আজও কেবিসির কেন্দ্রবিন্দু৷
অমিতাভের সামনে হট সিটে বসার জন্য উন্মাদ গোটা ভারত৷ যারা সেই হট সিটে বসার সুযোগ পেয়েছেন তারা আজও নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করেন৷ আবারও সেই কেবিসি জ্বর ছড়াতে চলেছে টেলিদুনিয়ায়৷
তবে কিছুদিন আগে টিনসেলে কান পাতলে শোনা যাচ্ছিল, কেবিসিতে নাকি আর অমিতাভ বচ্চনের সঞ্চালনা দেখা যাবে না৷ সেই জায়গায় আসতে চলেছে নতুন তারকা৷ এর আগে শাহরুখ খান সিজন থ্রি হোস্ট করেছিলেন৷
স্বাভাবিকভাবেই টিআরপি ভালোই পড়ে গিয়েছিল৷ সেই টিআরপি তুলতে কুইজমাস্টারকেই ফিরিয়ে দিতে হয়েছিল তার জায়গা৷ হঠাৎ আবারও সেই একই ঘটনার পুরনরাবৃত্তি ঘটতে চলেছে কেবিসিতে? গুঞ্জনটি আসলে ছড়াতে শুরু করে বলিউড 'ভাইজান' সালমান খানের এক মন্তব্যে।
সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি কেবিসি হোস্ট করতে চান৷ তারপর থেকেই শুরু হয় জল্পনা৷ তাহলে কী অমিতাভের জায়গায় এবার বিগ বসের রিংমাস্টার? আসলে তেমন কিছুই হবে না৷ অমিতাভের চেয়ার তারই রয়েছে৷ সেটি ছিল সালমান খানের ইচ্ছাপ্রকাশ মাত্র৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর