আশা ও তার বান্ধবী প্রসূনের একসাথে নেপালে ঘুরতে আসার কথা ছিল। কোন এক জরুরি কাজের জন্য প্রসূন আসতে পারেনি। বাধ্য হয়ে আশার একারই আসতে হয়। বিমানবন্দরে লাগেজ ও সব ডলার হারিয়ে ফেলে সে। এতে বিপত্তিতে পড়ে যায় আশা। অপরদিকে একই ফ্লাইটে নেপালে আসে জোভান। আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসে জোভান। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয় না আশা। আশা যে হোটেলরুমে উঠেছে ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়। হঠাৎ দরজা খুলে আতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘মেঘ দেখবে বলে’ নাটকের গল্প।
আগামীকাল শনিবার আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। নেপালে চিত্রায়িত এ নাটকটি রচনা করেছেন প্রিন্স এ.আর এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।
‘মেঘ দেখবে বলে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আজমেরী আশা, আহসান আলমগীর প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা