আইনি জটিলতা কাটিয়ে সাইমন-অধরা অভিনীত 'মাতাল' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ অক্টোবর। শাহীন সুমন পরিাচলিত ‘মাতাল’ ছবিটির প্রযোজক শরীফ চৌধুরী জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৮০টি হল পেয়েছি আমরা। আশা করি এ সংখ্যা অারও বাড়বে।
গত ১২ অক্টোবর শাহীন সুমন পরিচালিত এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় শেষ পর্যন্ত ছবিটির মুক্তি পিছিয়ে যায়। এ বিষয়ে ছবির নায়িকা অধরা বললেন, ভালো লাগছে যে, শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে।
সাইমন সাদিক বলেন, খুব সুন্দর গল্পের একটি ছবি মাতাল। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। ভালো গল্প, ভালো নির্মাণ সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি। জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এজন্য অনেক ভালো লাগছে।
বিডি প্রতিদিন/ফারজানা