মডেলিং জগতে নিজের ক্যারিয়ার গড়তে এসেছিলেন। কিন্তু মডেলিং করতে গিয়ে নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা থেকে পাচার হয়েছিলেন। ধোঁকায় পড়ে যৌনদাসীতে পরিণত হয়ে যান তিনি। দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয়। বলছিলাম ২০ বছর বয়সী মডেল এরিকা ক্রেহমের কথা।
সম্প্রতি গণমাধ্যমের কাছে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন ক্রেহম। তিনি বলেন, ‘একটি এজেন্সি নিজেদের ম্যানেজমেন্ট এজেন্সি বলে পরিচয় দিয়েছিল। একটি দু’কামরার ঘরে প্রায় ২১ জন মিলে থাকতাম আমরা। ’
একটি নাইট ক্লাবে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্রেহম জানান, ‘আমাকে ড্রাগ খাইয়ে এজেন্সির এক ম্যানেজার ধর্ষণ করে। ক্লাবের পিছনের দিকে একটি রেস্টরুমে এই ঘটনা ঘটানো হয়। পালিয়ে যাওয়ার পর রাস্তা থেকে আবার আমাকে একজন তুলে নিয়ে যায়। ফের ড্রাগ দেওয়া হয়। পরের দিন সকালে নিজেকে বিছানার বাঁধা অবস্থায় পাই। ’
ক্রেহম তার যৌন হয়রানির গল্প বলতে গিয়ে আরও জানান, তার মডেলিং করাটা ভয়াবহ হয়ে গিয়েছিল। বহুদিন এভাবে চলার পর জায়গা পরিবর্তন হতে হতে একদিন পালাতে সক্ষম হয়েছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর