ঢালিউডের আলোচিত ছবি 'পাসওয়ার্ড' এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এতে নায়িক শাকিব খানকে দেখা গেছে বেশ মারমুখী ভঙ্গিতে। চোখের চাহনি তীক্ষ্ম। হাতে ধরা পেনড্রাইভ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে প্রকাশিত হয় ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম ঝলক। চলচ্চিত্রপ্রেমীরা এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। বেশিরভাগই প্রথম ঝলক দেখার পর ছবিটি সফল হবে বলে আশা প্রকাশ করেছেন।
মালেক আফসারী পরিচালিত 'পাসওয়ার্ড' ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন চিত্রনায়িকা বুবলী। আগামী ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন শাকিব।
বিডি প্রতিদিন/ফারজানা