তখন প্রায় মধ্যরাত। মুম্বাইয়ের একটি বাড়িতে ঢুকতে দেখা গেল দীপিকা পাড়ুকোন ও তার প্রাক্তন প্রেমিক রণবীরের কাপুরের। রণবীর আগেই পৌঁছে গিয়েছিলেন, পরে গাড়ি নিয়ে সেখানে যান দীপিকা। এত রাতে রণবীর কাপুরের সঙ্গে দীপিকাকে দেখে অনেকেই অবাক। শুরু হয় নানা জল্পনা। তবে ঘটনা তেমন কিছু নয়। কারণ বাড়িটি যে ছিল বলিউড পরিচালক লাভ রঞ্জনের। ফলে মধ্যরাতে দীপিকা-রণবীরের ওই বাড়িতে যাওয়ার কারণও কিছু অনুমান করাই যায়।
ভারতীয় গণমাধ্যমে খবর, লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে জুটি বাঁধতে পারেন রণবীর ও দীপিকা। এর আগে 'তামাশা', ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'বাঁচনা এ হাসিনো' ছবিতে দীপিকা ও রণবীর কাপুরের জুটি দর্শকদের মন কেড়েছে। তবে ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের সঙ্গে দীপিকার প্রেম সফল না হলেও পর্দায় এই জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। সে কারণে বড় পর্দায় ফের একবার রোম্যান্স করতে দেখা যেতে পারে এই জুটিকে। দীপিকা-রণবীর ছাড়াও লাভ রঞ্জনের ছবিতে দেখা যেতে পারে অজয় দেবগণকে। যদিও লাভ রঞ্জনের ছবিতে একসঙ্গে জুটি বাঁধার বিষয়ে দীপিকা বা রণবীর কাপুর কেউ এখনও মুখ খোলেননি।
বিডি-প্রতিদিন/মাহবুব