সম্প্রতি ভারতীয় অভিনেতা রাহুল বোসের একটি টুইট হইচই ফেলে দেয়। জেডব্লিউ ম্যারিয়ট নামের একটি হোটেল তার কাছে দুটো কলার দাম রেখেছিল ৪৪২ টাকা। সেই ঘটনারই ভিডিও করে টুইট করেন রাহুল। নজরে আসার পর এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল শুল্ক দফতর। শুরু হয় তথ্য সংগ্রহ।
সব দিক বিচার করার পর চণ্ডীগড়ের সেই জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শো-কজ করে শুল্ক দফতর। হোটেল কর্তৃপক্ষ যথাযথ কৈফিয়ত দিতে পারেনি। এতে বড়সড় শাস্তির মুখে পড়তে হল চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়টকে। শুল্ক দফতরের তরফে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করমুক্ত পণ্যের উপর বেআইনিভাবে কর নেওয়ার জন্য এই জরিমানা করা হয়েছে তাদের।
এরই মধ্যে শুল্ক দফতরের অফিসাররা চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়টে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছিলেন। সেখানে বেশ কিছু প্রয়োজনীয় নথি তারা বাজেয়াপ্ত করেছেন। সূত্র: জিনিউজ
বিডি প্রতিদিন/ফারজানা