চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোর। প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শকসহ সব শ্রেণী-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিএমজিএল) এ চ্যানেলটি। রবিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ ও ইডব্লিএমজিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মারুফ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নিউজটোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা জয়নুল আবদীনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে নিউজটোয়েন্টিফোর। তারা হলেন- প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী এবং অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান (১) সাফিয়াত সোবহান সানভীর, ভাইস চেয়ারম্যান (২) সাফওয়ান সোবহান তাজভীরসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই দুই কীর্তিমানের হাতে সম্মাননা তুলে দেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এ সময় আহমেদ আকবর সোবহান বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এখন দেশের অন্যতম বৃহত্তম একটি মিডিয়া গ্রুপ। নিউজটোয়েন্টিফোর’র প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছেন। ২৪ ঘণ্টা দিন রাত কাজ করে আমাদের চ্যালেঞ্জ নিতে হয়। মিডিয়া এমন একটা জিনিস যেখানে প্রতিদিন পরীক্ষা দিতে হয়। একদিন খারাপ হলে সারা দেশ থেকে সমালোচনা শুনতে হয়। প্রথম দিন থেকেই আমরা বলে আসছি, আমরা জনগণের পক্ষে স্বাধীনতার পক্ষে।
এদিকে, সম্মাননা পাওয়া প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে নিউজটোয়েন্টিফোর। দেশের মানুষদের সঙ্গে কাজ করে যাচ্ছে চ্যানেলটি। সামাজিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে নিউজটোয়েন্টিফোর যেভাবে ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবিদার। সমাজকে সুন্দর রাখতে হলে সবাইকে গণমাধ্যমকে সাহায্য করতে হবে।
আর অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নিউজটোয়েন্টিফোর কর্তৃপক্ষ, কলাকৌশলী এবং দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিউজটোয়েন্টিফোর সংবাদ বিশ্লেষণ করে। স্বাধীন গণমাধ্যম হিসেবে ঘটনার সচিত্র সংবাদ সবার সামনে তুলে ধরে চ্যানেলটি। বিভিন্ন জাতীয় বিষয় নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিউজটোয়েন্টিফোর অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম