ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’র এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অঙ্কিতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘যিশুদা (যীশু সেনগুপ্ত) যখন আমার নাম বলল, বিশ্বাসই হচ্ছিল না। ওই মুহূর্ত ভাষায় প্রকাশ করা যাবে না।’ খবর আনন্দবাজার পত্রিকার।
তিনি বলেন, আমার লক্ষ্য প্লেব্যাক সিঙ্গার হওয়া। সেটাকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই। ইউটিউবের মাধ্যমে নিজের গান শ্রোতার কাছে পৌঁছে দিতে চাই। শো ছাড়াও এমন অনেক কনসার্ট হয়, যেখান থেকে যোগাযোগ বাড়ে, পরিচিতি বাড়ে, সেখানে অংশ নিতে চাই।
অঙ্কিতা আরও জানান, ‘তার মা-ও নাকি গানের চর্চা করতেন। তবে অঙ্কিতার জন্মের পর তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেটা নিয়ে খারাপ লাগা ছিল অঙ্কিতার।’ চ্যাম্পিয়ন হওয়াতে তার মা-বাবার অনুভূতি নিয়ে তিনি বলেন, আমার জয়ে মা-তো কিছু বলতেই পারছিলেন না। শুধু তার দু’চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আবার মায়ের চেয়ে বেশি ইমোশনাল বাবা।
উল্লেখ্য, এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা এবং দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। অঙ্কিতা এই প্রতিযোগিতায় প্রথম হিসেবে পুরস্কার পেয়েছেন ২ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। রবিবার রাতে প্রচারিত এই গানের রিয়েলিটি শো'র গ্র্যান্ড ফিনালে বিচারকদের রায়ে যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল।
বিডি-প্রতিদিন/শফিক