শাহরুখ পুত্র আরিয়ান কবে ছবিতে অভিষেক করছেন এঈ নিয়ে বলিউডে জল্পনা চলছেই। শোনা যাচ্ছে, হলিউড বা বলিউড নয়, আরিয়ান ক্যারিয়ার শুরু করতে চলেছেন দক্ষিণী ছবির হাত ধরে। পরিচালক গুণাশেখরের 'হিরণ্যকশিপু' ছবিতে দেখা যেতে পারে আরিয়ানকে।
সূত্রের খবর, 'বাহুবলী'র পর 'হিরণ্যকশিপু' ছবিটি দক্ষিণী ফিল্ম ইন্ডিস্ট্রির অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে। 'বাহুবলী' খ্যাত দুই তারকা প্রভাস ও রানা দগ্গুবাতিকে দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই ছবিতে। খুব সম্ভবত রানা দগ্গুবাতি 'হিরণ্যকশিপু'র চরিত্রে অভিনয় করবেন।
পাশাপাশি, 'বাহুবলী' খ্যাত গুই নায়িকা আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়াকেও দেখা যেতে পারে এই ছবিতে। আর এই 'হিরণ্যকশিপু' ছবিরই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানকে। যদিও ছবির কাস্টিং নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক গুণাশেখর।
তার কথায়, চরিত্রগুলির জন্য কোন কোন অভিনেতাকে বেছে নেওয়া হবে তিনি এখনও সেই বিষয়ে সিদ্ধান্ত নেননি। কিছুদিন আগে অবশ্য শোনা গিয়েছিল, হলিউডের কোনও সুপার হিরো ধাঁচের ছবিতে দেখা যেতে পারে আরিয়ান খানকে। রুশো ব্রাদার্সের পরিচালনায় মার্ভেল সিরিজের কোনো ছবিতে আরিয়ানকে দেখা যেতে পারে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ