Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৩১

‘সুস্মিতার সঙ্গে প্রেম আর ব্রেকআপের ফল ভুগতে হয়েছে আমার মা-বাবাকে’

অনলাইন ডেস্ক

‘সুস্মিতার সঙ্গে প্রেম আর ব্রেকআপের ফল ভুগতে হয়েছে আমার মা-বাবাকে’

‘দুলহা মিল গায়া’ ছবির পরিচালক মুদাসসের আজিজ ফের একবার জীবনে প্রেম খুঁজে পেয়েছেন। এর আগে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে প্রেম ছিল তার। তবে বর্তমানে হুমা কুরেশির সঙ্গে জমিয়ে প্রেম করছেন মুদাসসের। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তাদের নানা মুডের ছবি শেয়ার করেন পরিচালক ও তার নতুন প্রেমিকা।

সম্প্রতি একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব্রেকআপ নিয়ে কথা বলেছেন মুদসসের। তার কথায়, ‘যখন প্রেমে ছিলাম এবং যখন সম্পর্কটা ভেঙে গেল, আমি কিন্তু কোনও সাড়া শব্দ করিনি। আমার মনে হয়েছিল সেটা ঠিক নয়। কিন্তু আমার সম্পর্ক নিয়ে নানা খবর আমার বাবা-মাকে অসুবিধায় ফেলেছিল। আমি একেবারে মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের ছেলের সম্পর্ক পেপারে পড়তে ভালো না লাগাই স্বাভাবিক। সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমার নিজের ওঁদের সঙ্গে সম্পর্কও বিঘ্নিত হয়।’

যদিও সুস্মিতা সেন সম্পর্কে আজও তিনি একইরকম সম্মান প্রদান করতে বিশ্বাসী। বলেছেন, ‘ও একজন দারুণ মানুষ। আমি ওঁর সব সিদ্ধান্তকেই সম্মান জানাই। ও বরাবর নিজের ইচ্ছেতেই জীবন কাটিয়েছে। এটা কিন্তু সবাই পারে না।’

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য