ভারতীয় মহিলা ক্রিকেট তারকা মিতালি রাজের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। ‘সাবাস মিঠু’ নামের সিনেমাটিতে মিতালির চরিত্রে দেখা যাবে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে। এতে মাথায় হ্যাট আর গায়ে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ব্যাট হাতে হাজির হয়েছেন তাপসী। তাকে দেখতে হুবহু মিতালির মতোই দেখাচ্ছে।
টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন তাপসী। ক্যাপশনে তিনি মিতালিকে গেম চেঞ্জার বলে সম্বোধন করেছেন। তাপসীর টুইটের জবাবে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানান মিতালি।
‘রইস’খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়ার ‘সাবাস মিঠু’র পরিচালকের আসনে রয়েছেন। তবে এতে তাপসীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ