১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৮

মাতৃভাষা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

অনলাইন ডেস্ক

মাতৃভাষা  দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নিবেন ৮ জন জনপ্রিয় শিল্পী।

রাত সাড়ে ৯টায় গানের অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। এতে দেখানো হবে ১২টি ভাষায় গাওয়া ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’ গান। অংশ নেবেন বাংলাদেশসহ নানা দেশের জনপ্রিয় সব শিল্পী। এছাড়াও প্রচারিত হবে তিনটি সিনেমা। সকাল ১১টায় ‘দেশ প্রেমিক’, দুপুর ২টা ৪৫ মিনিটে ‘আলোর মিছিল’ এবং রাত ১২টায় দেখানো হবে ‘সাক্ষী প্রমাণ’।

২১ ফেব্রুয়ারির বিশেষ নাটক হচ্ছে ‘ভাষা ও ভালোবাসা’। রাত ৮টা ৩০ মিনিটে এবং রাত ১১টায় প্রচার হবে এটি। অভিনয় করেছেন জার্মানি অভিনেত্রী ইভা মজিউল, আরিফিন শুভ, বড়দা মিঠু, অয়ন চৌধুরী, পৃথু প্রমুখ।। রফিকুল ইসলাম পল্টুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুৎফুন নাহার মৌসুমী।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর