বিয়ে করলেন জনপ্রিয় অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া ও সৈয়দ জামান শাওন। শনিবার দুপুরে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পরিবারের নিকটজনের উপস্থিতিতে মহাখালীর একটি রেস্টুরেন্টে বিয়ে সম্পন্ন হয় তাদের। এসময় সহকর্মী সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব ও সাফা কবিরসহ অনেককেই দেখা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শাওনের সঙ্গে পরিচয় টয়ার। তবে সে পরিচয় ছিলো সহকর্মী হিসেবে, বন্ধুত্বের। গেল বছর শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টয়ার। মাস তিনেক আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত পরিবারকে জানালে তারাও মত দেন।
এ বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন টয়া। টয়া বলেন, ‘আমরা দু’জন তিন মাস আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তখন দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করে।’ শাওন বলেন, ‘একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করতে গিয়ে আমাদের দুজনের পরিচয়। কাজটির নাম এখন মনে করতে পারছি না।’
বিডি-প্রতিদিন/শফিক