প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে তরুণ কন্ঠশিল্পী এআর রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘নেশা বলতে তোকে বুঝি।’ গানটির কথা লিখেছেন শামীম আহসান। আর ফিদেল নাঈমের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহীন।
নতুন গান প্রসঙ্গে এআর রাব্বি বলেন, ‘এখন সারা বিশ্বই করোনার সঙ্গে লড়ছে। এই মুহূর্তটা আসলে গানের জন্য সমীচীন নয়। এরপরই ভাবলাম হোম কোয়ারেন্টাইনে এন্টারটেইনমেন্ট এরও দরকার আছে। তাই আরো আগেই তৈরি করা গানটি রিলিজ হলো। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
শিল্পী আরও জানান, একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার হাফ ডজনেরও বেশি গান তৈরি হয়েছে। যেগুলো পর্যায়ক্রমে আলোর মুখ দেখবে।
ভিডিও লিংক-
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ