গত ২৬ জুন ভারতের একটি সংবাদমাধ্যম স্বস্তিকা মুখোপাধ্যায়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ''সুইসাইড আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে' সুশান্তের মৃত্যুতে কটাক্ষ স্বস্তিকার'' শিরোনামে সংবাদ প্রকাশ করে। তবে এমন কথা স্বস্তিকা বলেননি বলেও জানান তিনি। কিন্তু এরপর থেকেই চটে যান সুশান্তের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। সেই মিথ্যে খবর দেখে স্বস্তিকাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। এমনকি অ্যাসিড আক্রমণ করে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।
এরপরই কলকাতা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ভুয়া খবরের অপরাধে বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে শুভম চক্রবর্তী নামের এক যুবককে। পুলিশি জেরায় সে তার অপরাধ স্বীকারও করেছে। এছাড়াও হুগলি থেকে গ্রেফতার করা হয়েছে কৌশিক দাস নামের আরও এক যুবককে। যিনি অভিনেত্রীর উপর অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দিয়েছিলেন। এ দুজনকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/হিমেল